০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫,

সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় ঢাকা

 

সম্মান ও সমতার ভিত্তিতে ভারতেরসাথে সু-সম্পর্ক চায় ঢাকা। বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্মান ও সমতার ভিত্তিতে সব দেশের সু-সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দু’পক্ষেরই স্বার্থের ভিত্তিতে। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে এক মতবিনিময় বৈঠকে যোগ দিয়ে এমন মন্তব্য বিদেশ উপদেষ্টার।

নির্বাচন প্রসঙ্গে বলেন, সরকারের লক্ষ্য চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভায় তৌহিদ হোসেন ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে রাজশাহীতে ৪৬ শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। আর্থিক অনুদান বিতরণকালে সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলচিত

সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় ঢাকা

Update Time : ০২:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

 

সম্মান ও সমতার ভিত্তিতে ভারতেরসাথে সু-সম্পর্ক চায় ঢাকা। বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্মান ও সমতার ভিত্তিতে সব দেশের সু-সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দু’পক্ষেরই স্বার্থের ভিত্তিতে। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে এক মতবিনিময় বৈঠকে যোগ দিয়ে এমন মন্তব্য বিদেশ উপদেষ্টার।

নির্বাচন প্রসঙ্গে বলেন, সরকারের লক্ষ্য চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভায় তৌহিদ হোসেন ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে রাজশাহীতে ৪৬ শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। আর্থিক অনুদান বিতরণকালে সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে ছাড় দেওয়া হবে না।