গুপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ২৬/১২/২০২৪ ইং ২ জন বাংলাদেশী নাগরিক ( মহিলা -১, পুরুষ -১) এবং একজন ভারতীয় দালাল সহ (পুরুষ -১) আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং তারা ট্রেনে করে বহীরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান স্মপূর্ন করে। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে কলকাতা যাবে । জি আর পি থানার অফিসার এর টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে, এখন পর্যন্ত পুলিশ টিম অনুমান করছে আরো তথ্য বেরিয়ে আসতে পারে তাদের থেকে।
এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল উনাদের কে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তারা হল প্রদীপ দাস (৩৯) জিলা – ২৪ পরগনা, কাকদ্বীপ। পশ্চিমবঙ্গ, (টাউট ), রুবেল দাস (২৬) অপি রানী দাস (২২) সঙ্গে উনার ছেলে আরকিত (৩ বছর ) জিলা -চট্টগ্রাম বাংলাদেশ।