০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫,

সাবেক বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদের বিপুল সম্পদ জব্দ, ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নসরুল হামিদ বিপু ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে থাকা একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

রোববার (২০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, নসরুল হামিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে। এই অর্থসহ তার ঢাকার পরীবাগ এলাকার প্রিয় প্রাঙ্গণে একটি ফ্ল্যাট এবং বনানীর পিপি টাওয়ারে অবস্থিত তিনটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। এই স্থাবর সম্পদের মোট মূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা।

এছাড়া তার মালিকানাধীন তিনটি গাড়িও জব্দের আওতায় এসেছে। গাড়িগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, নসরুল হামিদের এসব সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি আদালত নসরুল হামিদ এবং তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করার আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলচিত

সাবেক বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদের বিপুল সম্পদ জব্দ, ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Update Time : ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বাংলাদেশের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে থাকা একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

রোববার (২০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, নসরুল হামিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে। এই অর্থসহ তার ঢাকার পরীবাগ এলাকার প্রিয় প্রাঙ্গণে একটি ফ্ল্যাট এবং বনানীর পিপি টাওয়ারে অবস্থিত তিনটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। এই স্থাবর সম্পদের মোট মূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা।

এছাড়া তার মালিকানাধীন তিনটি গাড়িও জব্দের আওতায় এসেছে। গাড়িগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, নসরুল হামিদের এসব সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি আদালত নসরুল হামিদ এবং তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করার আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।